অর্পিতার সংস্থায় ডিরেক্টর কে? এই নিয়ে চর্চা চলছে রাজ্য জুড়ে। ৩টে সংস্থার ডিরেক্টর অর্পিতা মুখোপাধ্যায়। সেই ৩ সংস্থায় অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গেই ডিরেক্টর পদে রয়েছেন আরও একজন। জানা গিয়েছে, অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গেই জয়েন্ট ডিরেক্টর পদে রয়েছেন কল্যাণ ধর নামে এক ব্যক্তি। এখন কে এই কল্যাণ ধর? কল্যাণ ধর পেশায় একজন গাড়িচালক। সম্পর্কে নিজের বোনের স্বামী।
ইচ্ছে এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড। সেন্ট্রি ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড। সিমবায়োসিস মার্চেন্টস প্রাইভেট লিমিটেড। কর্পোরেট মন্ত্রকের রেজিস্ট্রেশন অনুযায়ী এই তিন কোম্পানিরই ডিরেক্টর অর্পিতা। আর তাঁর সঙ্গে জয়েন্ট ডিরেক্টর কল্যাণ ধর। শুধু তাই নয়, রাজডাঙায় ইচ্ছে এন্টারটেইনমেন্টের অফিসের ঠিকানাও তাঁর নামে। যে ভবনটি মূলত বিয়েবাড়ি হিসেবে ভাড়া দেওয়া হত। স্বাভাবিকভাবেই এই তথ্য সামনে আসতেই খোঁজ পড়ে, কে এই কল্যাণ ধর? জানা যায়, এই কল্যাণ ধর হচ্ছেন অর্পিতার বোনের স্বামী ও পেশায় গাড়িচালক। তাঁকে খাতায় কলমে ডিরেক্টর বানিয়ে রেখেছিলেন অর্পিতা।
কল্যাণ ধরের দাবি, তাঁকে কোম্পানির জয়েন্ট ডিরেক্টর করে রাখার কথা জানেন-ই না তিনি। তাঁর দাবি, মাসিক ১০ হাজার টাকার বিনিময়ে ড্রাইভার হিসেবে ইচ্ছে এন্টারটেইনমেন্টে কাজে নিযুক্ত হন। এখন মাসিক বেতন বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার টাকা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন