এসএসসি দুর্নীতি সহ বেশকিছু মামলায় তাঁর নির্দেশ সাড়া ফেলেছে গোটা রাজ্যে। তাঁর নির্দেশের প্রেক্ষিতেই চাকরি খুইয়েছেন মন্ত্রী কন্যা। কলকাতা হাই কোর্টের সেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে এবার প্রধান বিচারপতির কাছে চিঠি দিলেন আইনজীবীদের একাংশ। আর সেই চিঠির প্রেক্ষিতেই মুখ খুললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
একটি মামলার শুনানি চলাকালীন বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, "আমার বিরুদ্ধে কিছু আইনজীবী প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছেন। আমি অবাক হয়েছি।
একটি মামলা চলাকালীন এমনই মন্তব্য বিচারপতি'র। হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিশ্বব্রত বসু মল্লিককে এজলাসে দেখে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য। আবেগঘন ভাবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন,''আমাকে নিয়ে পড়েছ কারণ আমি কোরাপশন সামনে এনেছি তাই। এই আদালতের অনেক বিচারপতিই দেরি করে বসেন। কেউ দুপুর ১২টায় বসেন আবার উঠে যান বিকেল ৩টের সময়। সেই সমস্ত বিচারপতিদের নিয়ে কেন কোনও চিঠি লেখা হয়না?"
এরপরই তিনি আরও বলেন, ''আমি এই চিঠি বরদাস্ত করব না। যারা চিঠিতে সই করেছেন তাদের বলার সুযোগ দেব। আর তারপর ক্রিমিনাল কনটেম্প জারি করব। হাই কোর্ট বারের এক্সিকিউটিভ সদস্য কাকলি নস্করের সই দেখেছি চিঠিতে। আমি তাঁর সঙ্গেও কথা বলতে চাই, বিকেলে চেম্বারে আসুক কাকলি নস্কর। তাঁকে নিয়ে আসুন বার সম্পাদক।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন