ইডি, সিবিআই-এর মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যখন একের পর এক দুর্নীতিতে জোরকদমে তদন্তে নেমেছে, ঠিক সেই সময়ই সরকারি অফিসারদের জন্য অন্তবর্তী নির্দেশিকা জারি করল নবান্ন। ইতিমধ্যে রাজ্য প্রশাসনের সদর দফতর থেকে নির্দেশিকা জারি করা হয়েছে, সঠিক সময়ে সম্পত্তির হিসাব দিতে হবে সরকারি অফিসারদের।
'ইন্টার্নাল অর্ডার' জারি করে এমনই নির্দেশ দিল নবান্ন। নিয়ম থাকলেও অনেকেই সম্পত্তির হিসাব ফি বছর দিচ্ছেন না।
উল্লেখ্য, এসএসসি কাণ্ডে ইতিমধ্যেই ইডি-র হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। গরু পাচার কাণ্ডে সিবিআই বাড়ি থেকে গ্রেফতার করেছে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে। অর্থাৎ, রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে শাসক দল তৃণমূলের অন্দরে। এই পরিস্থিতিতে কয়লা কাণ্ড নিয়ে তদন্তে জোর বাড়িয়েছে ইডি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন