এর আগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর দফতরে গিয়ে তিনি হাজিরা দিয়েছেন। তবে বেশ কিছু দিন ধরেই তাঁকে প্রকাশ্যে সেভাবে দেখা যায়নি। ইডির একটি সূত্রের দাবি, প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের সঙ্গে তদন্তকারীরাও যোগাযোগের চেষ্টা করছেন। তবে কোনও ভাবেই মানিকের সঙ্গে তাঁরা যোগাযোগ করতে পারছেন না। সেই সূত্রেই মানিকের পলাশিপাড়ার বাড়িতে বৃহস্পতিবার গিয়েছিল ইডির একটি দল। তবে সেখানেও তাঁর দেখা পায়নি তারা। পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক মানিক। স্থানীয়দের দাবি, বেশ কিছু দিন ধরেই তাঁকে নাকাশিপাড়ার বাড়িতে দেখা যায়নি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন