ফের নিজের দলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন এক তৃণমূল নেতা। এর ফলে দলের উপর আরও চাপ বাড়ল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দলের একাধিক নেতা-নেত্রীকে বিঁধে তোপ দাগলেন রাজ্যের মন্ত্রী তথা শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাতো। সম্প্রতি রাজ্যের ক্রেতা সুরক্ষা প্রতিমন্ত্রী শ্রীকান্তর এমনই একটি বক্তব্য ভাইরাল হয়ে উঠেছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি কলকাতা নিউজ ডট অনলাইন। শ্রীকান্তর অভিযোগ, উমা সরেন, সন্ধ্যা রায়, মুনমুন সেন, জুন মালিয়া, সায়নী, সায়ন্তিকা, মিমি, নুসরত, নেপাল সিংহ, সন্দীপ সিংহ এবং উত্তরা সিংহের মতো নেতানেত্রী 'লুটেপুটে' খাচ্ছেন। এ সত্ত্বেও তাঁদেরকে দল 'সম্পদ' বলে মনে করছেন বলেও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। এমন মন্তব্য প্রকাশ্যে আসার পর শ্রীকান্তকে শোকজও করেছে দল।
ওই ভিডিয়োয় শ্রীকান্তকে বলতে শোনা গিয়েছে, "আমাদের কি বাঁচার অধিকার থাকবে না? আমাদের নাগরিকত্ব কি থাকবে না? এটা আমরা বলতে চাই।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন