বরানগরে তৃণমূল ছাত্র পরিষদের সভা থেকে ফের বিস্ফোরক দমদমের সাংসদ সৌগত রায়। বিরোধী সিপিএম, বিজেপি কংগ্রেসকে এলাকাছাড়া করার হুঁশিয়ারি দিলেন প্রবীণ এই তৃণমূল নেতা। ভাইরাল এক ভিডিওয় সৌগত রায়ের এহেন মন্তব্য ঘিরে ফের তুঙ্গে রাজনৈতিক তরজা। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেন কলকাতা নিউজ ডট অনলাইন। ঠিক কী বলেছেন দমদমের তৃণমূল সাংসদ। তৃণমূল ছাত্র পরিষদের সভায় সৌগত রায় বলেন, 'সিপিএম, বিজেপি, কংগ্রেস আপনারা সব তৃণমূলকে চোর ধরো, জেল ভরো বলবেন না। তৃণমূলের সবাই চোর বলবেন না। আমাদের দলের ৯৮% সৎ, ২% দুর্নীতিবাজ।
সৌগত রায়ের এই মন্তব্যের সমালোচনায় সরব বিরোধী দলগুলো। সিপিএম নেতা তথা প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্য বলেন, 'আমরা তো বলছি না তৃণমূল চোর। বলছি চোর ধরো, জেল ভরো। তাহলে চোরেদের গায়ে লাগার কথা তৃণমূলের কেন গায়ে লাগছে!'
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন