কোনও কিছু লুকোবো না, কোনও অস্বচ্ছতা থাকবে না। টেট হবে প্রতিবছর, প্রত্যেকের অভিযোগ শুনব'। দায়িত্ব নিয়েই স্বচ্ছতার আশ্বাস দিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন সভাপতি গৌতম পাল। গতকালই দায়িত্ব পেয়েছেন তিনি।
বুধবার সাংবাদিক বৈঠকে তিনি বলেন, 'আজ থেকে বোর্ডের সমস্ত কাজকর্মের মধ্যে স্বচ্ছতা থাকবে, কিছুই লুকোনো থাকবে না।
টেট নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছিল মানিক ভট্টাচার্যের, গতকাল তার জায়গাতেই বসানো হয় কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য গৌতম পালকে। গত ১০ অগাস্ট জিজ্ঞাসাবাদের জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি ও তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে ফের তলব করে ইডি। সমস্ত নথি নিয়ে তাঁকে ইডি-র দফতরে আসতে বলা হয়। এর আগে গত ২৭ জুলাই টেট মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের জিজ্ঞাসাবাদের মুখোমুখি প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি ও তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। তাঁকে সেদিন বেলা ১২টায় তলব করা হলেও তিনি সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান সকাল ৯টা ৪৪ নাগাদ। তারপর চলে ম্যারাথন জিজ্ঞাসাবাদ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন