গোরুপাচার মামলায় ইতিমধ্যে গ্রেফতার অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট। এমন সময় বোলপুরের শিবপুরে শুরু হয়ে গেল জমি আন্দোলন। গোটা এলাকায় পড়ল পোস্টার। ফলে শহরের উপকন্ঠে গীতবিতান প্রকল্প নিয়ে জমতে শুরু করল আশঙ্কার মেঘ। বোলপুরের শিবপুর এলাকায় প্রায় ৩০০ একর জমির উপর গড়ে উঠেছে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প গীতবিতান। এর সঙ্গেই গড়ে উঠেছে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয় ও বিশ্ববাংলা ক্ষুদ্র বাজার। এবার সেই এলাকার জমিহারা কৃষকরা আবারও আন্দোলনে নেমে পড়লেন। একসময় ওইসব আন্দোলনকারীদের উদ্দেশ্যে হুমকি দিতে শোনা গিয়েছিল অনুব্রত মণ্ডলকে। সরাসরি পুলিশ কর্মীদের বলেছিলেন যদি তারা ব্যবস্থা না নেন তাহলে তিনি দেখে নেবেন। তাঁর ওই মন্তব্য নিয়ে শুরু হয়েছিল বিতর্ক। সেইসময় জমিহারা কৃষকদের চোখেমুখে দেখা গিয়েছিল আতঙ্ক।
সিপিএম আমলে শিল্প স্থাপনের জন্য ওই জমি নেওয়া হয়।
আন্দোলনকারী কৃষকদের দাবি, শিল্পের জন্য এই জমি অধিগ্রহণ করা হয়েছিল। এখানে শিল্প না করে জমি কর্পোরেট সংস্থাকে বিক্রি করা হচ্ছে। তাই তারা চান হয় ওই জমিতে শিল্প হোক আর না হলে তাদের জমি ফিরিয়ে দেওয়া হোক। জমিহারা কৃষকদের আরও দাবি এর বিরুদ্ধে কথা বলার জন্য আগেও তাদেরকে দীর্ঘদিন বাড়িছাড়া হতে হয়েছে, অনেককে জেল খাটতে হয়েছে। সূত্রের খবর প্রায় ১২০০ কৃষকের কাছ থেকে এই জমি নেওয়া হয়েছিল। সেখ সেলিম নামে আন্দোলনকারী এক কৃষকের দাবি, ফের জমি আন্দোলন শুরু হল। মুখ্যমন্ত্রী আসছেন শুনেছি। উনি কী পদক্ষেপ করেন দেখছি। জমি দিয়ে আমাদের কোনও লাভ হয়নি। শিল্পের জন্য জায়গা নিয়ে প্রমোটারদের বিক্রি করা হচ্ছে। এনিয়ে মামলা হয়েছে। জমি নেওয়ার সময় বলা হয়েছিল,শিল্প হবে নয়তো জমি ফেরত দেওয়া হবে। সেসব কিছু হয়নি। উল্টে আমাদের বিরুদ্ধে মামলা করে ঘরছাড়া করেছে। আমি ৬ মাস ঘরছাড়া ছিলাম। এখন আমরা চাই শিল্প হোক নয়তো জমি ফেরত দেওয়া হোক।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন