মানিক ভট্টাচার্যকে গ্রেফতারির ২ মাসের মধ্যেই চার্জশিট দিতে পারে। ডিসেম্বর প্রথম সপ্তাহ শেষেই চার্জশিট জমা দেওয়ার সম্ভাবনা। প্রাক্তন প্রাথমিক পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যকে হেফাজতে রেখেই বিচার প্রক্রিয়া চায় এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট।
আদালতে মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে বিস্ফোরক দাবি করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মৃত ব্যক্তির সঙ্গে মানিকের স্ত্রীর যৌথ অ্যাকাউন্ট কেন ছিল? প্রশ্ন তোলে ইডি। ৬ বছর আগে মৃতের সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্ট মানিকপত্নীর, সেখানে ৩ কোটি টাকা। পাশাপাশি, মানিক-আত্মীয়দের থেকে ১০ কোটির হদিশ ইডি-র। উদ্ধার হওয়া সিডিতে ৪ হাজার প্রার্থীর তালিকা মিলেছে। সিডিবন্দি তালিকার ২৫০০ জনকে চাকরি দেওয়ার দাবি করেছিল মানিক ভট্টাচার্য, DLED রেজিস্ট্রেশনে ছাত্র প্রতি ৫ হাজার টাকা নিতেন মানিক, এমনটাই দাবি ইডি-র।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন