প্রাথমিকের টেট নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। টেট উত্তীর্ণ হলেই সেই সার্টিফিকেট-এর মেয়াদ থাকবে সারা জীবন। ইতিমধ্যে নতুন নির্দেশিকা দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রসঙ্গত কেন্দ্রের তরফে যে সি-টেট নেওয়া হয় সেখানেও ঠিক একই নিয়মেই সার্টিফিকেটের মেয়াদ থাকে সারা জীবন। এবার প্রাথমিক শিক্ষা পর্ষদ ও সেই পথে হেটেই কেন্দ্রের নিয়মকে মান্যতা দিল বলেই দাবি আধিকারিকদের।
এতদিন প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে এমন ধরনের কোন নির্দেশিকা ছিল না বলেই পর্ষদ সূত্রে খবর।
উল্লেখ্য, টিচার এলিজিবিলিটি টেস্ট বা টেটের স্কোর প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেদিক থেকে দেখতে গেলে এই নির্দেশিকার জেরে চাকরিপ্রার্থীদের আরও সুবিধা হল বলেই মনে করা হচ্ছে। বিশেষত এই নির্দেশিকার জেরে আরও বহু সংখ্যক পরীক্ষার্থী নতুন করে টেট দিতেও চাইবে বলেও দাবি করছেন পর্ষদের আধিকারিকরা। ইতিমধ্যেই টেটের আবেদন পত্র কয়েক লক্ষ ছাড়িয়েছে বলেই পর্ষদ সূত্রে খবর। আগামী ৪ঠা নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে প্রাথমিকের টেট দেওয়ার জন্য। ১১ ডিসেম্বর হবে প্রাথমিকের টেট পরীক্ষা। ইতিমধ্যেই টেটের আবেদন পত্র ৩ লক্ষ ছাপিয়ে গিয়েছে বলেই পর্ষদ সূত্রে খবর।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন