সল্টলেক চত্বরে উত্তাল বিক্ষোভের মধ্যেই সাংবাদিক বৈঠক করলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। এই ইস্যুতে তিনি সাংবাদিক বৈঠক করে এই আন্দোলনের সঙ্গে রাজনৈতিক যোগ নিয়েও উদ্বেগ প্রকাশ করলেন তিনি। তিনি সাংবাদিক বৈঠকে বলে, "গতকাল থেকে ২০১৪ সালের টেট উত্তীর্ণ প্রার্থীরা একটি মঞ্চ করেছে। তারা আমার কাছে ইতিমধ্যে দাবি সনদ প্রকাশ করেছে।আমরা চারজনের সঙ্গে কথা বলেছি।" এর পরেই পর্ষদের বিষয়ে অবস্থান স্পষ্ট করেন গৌতম পাল৷তিনি সাংবাদিক বৈঠকে বলেন, "১১ হাজারের বেশি কিছু পদে আমরা বিজ্ঞাপন দিয়েছিল।
তিনি আরও বলেন, "যাঁরা আন্দোলন করছেন, তাঁদের বলছি, প্রাথমিক শিক্ষা পর্ষদ আইন মেনে কাজ করবে। আন্দোলনকারীদের বলছি, আপনারা পদ্ধতির মধ্যে আসুন। প্রতিবছর নিয়োগ হলে সবাই চাকরি পাবে। রাজনৈতিক প্রতিষ্ঠান এই আন্দোলনকে অনুপ্রাণিত করছে। আমরা বলেছি, ইন্টারভিউ অন ক্যামেরা ভিডিওগ্রাফি হবে। আগে ইন্টারনেটে প্যানেল দিয়ে দেব৷ সেখানে ক্যাটাগরি অনুসারে তথ্য দেওয়া হবে।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন