সিবিআইয়ের পর ইডি এবার নোটিশ দিয়ে তলব করল অনুব্রত ঘনিষ্ঠ মলয় পিটকে। জিজ্ঞাসাবাদের জন্য বুধবার দিল্লী ইডি অফিসে ডাকা হয়েছে তাঁকে। মলয় পিট জানান,"তিনি এখন দিল্লিতে আছেন। সব রকম সহযোগিতা করবেন।" এর আগে সিবিআই স্বাধীন ট্রাস্টের নামে গরু পাচার মামলায় নোটিশ দিয়েছিল। সেসময় মলয় পিঠের নামে নোটিশ না দেওয়াতে তিনি যাননি। স্বাধীন ট্রাস্টের অন্য দুই সদস্য নিজামে যান।
এর আগে বোলপুরে সিবিআই মলয় পিটের পলিটেকনিক কলেজে ও সিবিআই অস্থায়ী ক্যাম্পে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। ইডি সূত্রে খবর, গরু পাচারের টাকা কি হাত বদলে কলেজ তৈরীর জন্য গিয়েছিল? অনুব্রত কাকে কাকে রেকমেন্ডেশন করেছিলেন এই ৯ কোটি টাকা দেওয়ার জন্য? কারণ, মলয় পিঠের ২০২১ সালে শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ তৈরী জন্য আর্থিক মন্দা জন্য প্রায় ৫০ জনের থেকে ৯ কোটি টাকা নিয়েছিল। মলয়ের স্বাধীন ট্রাস্ট-এর আর্থিক অবস্থা খারাপের জন্য টাকা নিয়েছিল।
অনুব্রত মণ্ডল এক সময় মলয়ের কলেজ তৈরী জন্য স্বাধীন ট্রাস্টয়ে বেশ কিছু জনকে হেল্প করার জন্য রেকমেন্ডেশন করেছিলেন। এমনটাই অভিযোগ। প্রায় ৯ কোটি টাকা আসে ট্রাস্টয়ে। সব মিলিয়ে মলয়ের ৫০-৬০ টি কলেজ আছে, যেগুলো তিনি পরিচালনা করে। পলিটেকনিক, নার্সিং, এডুকেশন বিভিন্ন ধরণের কলেজ রয়েছে। মলয়ের কলেজ রয়েছে বোলপুর, পাথর প্রতিমা, নয়া গ্রাম, তেহট্ট কালীগঞ্জ, মান বাজার, ত্রিপুরা, আন্দামান এও কলেজ রয়েছে মলয় পিঠের।
সিবিআইয়ের অভিযোগ, অনুব্রত মণ্ডল ও অনুব্রত ঘনিষ্ঠদের অ্যাকাউন্ট থেকে মোটা অঙ্কের টাকা লেনদেন হয়েছিল। আর মূলত সে জন্য এবার ইডি মলয় পিঠকে জিজ্ঞাসাবাদ করতে প্রস্তুত।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন