বেশ কয়েক বছর পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভামঞ্চে মুকুল রায়। তিন দিনের নদিয়া সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক ও রাজনৈতিক কর্মসূচি রয়েছে তাঁর। মঙ্গলবারই তিনি কৃষ্ণনগর সার্কিট হাউজে বৈঠক সারেন দলের নেতাদের সঙ্গে। সেখানে মুকুল রায়ও উপস্থিত ছিলেন। আর বুধবার কৃষ্ণনগরে মমতার সভামঞ্চেও উপস্থিত হন মুকুল। অর্থাৎ বুঝিয়ে দেন, এবার আবার রাজনীতির মূলস্রোতে ফিরছেন মুকুল রায়।
তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর গত বছর ৫ সেপ্টেম্বর তিনি যান তৃণমূল কংগ্রেস ভবনে। ৮ সেপ্টেম্বর যোগ দেন নেতাজী ইন্ডোরে তৃণমূল কংগ্রেসের বুথ ভিত্তিক কর্মী সম্মেলনে। কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যান বিজয়া দশমীর পরেই।
মাঝে তাঁর নানা বক্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। শারীরিক ভাবেই অসুস্থ হয়ে পড়েছিলেন মুকুল রায়। কিন্তু মঙ্গলবার কৃষ্ণনগর সার্কিট হাউজে মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে তাকে দেখা যায়। বৈঠকও হয় দু-জনের।
প্রসঙ্গত, একুশের বিধানসভা নির্বাচন পরবর্তী সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক ফ্রেমে দেখা গিয়েছিল মুকুল রায়ক। এর পর থেকে জোর চর্চা চলেছে মুকুলের দলবদলের ইস্যু নিয়ে। যদিও খাতায় কলমে মুকুল রায় এখনও বিজেপির বিধায়ক। রাজ্য বিধানসভায় দুই দফার শুনানি শেষে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন মুকুল রায় দলবদল করেননি, তিনি বিজেপিতেই রয়েছেন। কিন্তু তৃণমূলে আসা ইস্তক সেভাবে তাঁকে সক্রিয় হতে দেখা যায়নি। মাঝেমধ্যে অসংলগ্ন কথা বলে তৃণমূলকে অস্বস্তিতেই ফেলেছিলেন একদা দলের সেকেন্ড ইন কম্যান্ড মুকুল। তারপর থেকেই দলের সঙ্গে দূরত্ব শুরু হতে থাকে। কিন্তু এরপরই ফের মূল স্রোতে ফিরে আসার চেষ্টা করছেন মুকুল রায়। কৃষ্ণনগর থেকেই সেই যাত্রা শুরু করলেন বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন