লটারিকাণ্ডে সিবিআই কর্তাদের হাতে নয়া তথ্য। কেষ্টকন্যার অ্যাকাউন্টে ২ বার লটারির টাকা গিয়েছে। তদন্তে এমনই সব চাঞ্চল্যকর সব তথ্য উঠে এসেছে সিবিআই-এর হাতে। সিবিআই জানতে পেরেছে, ৫১ লক্ষ টাকা ঢোকে সুকন্যার অ্যাকাউন্টে আর কেষ্টর অ্যাকাউন্টেও ঢোকে ১০ লক্ষ টাকা। কীভাবে দু-বার করে দুটি অ্যাকাউন্টে টাকা ঢোকে? তারই খতিয়ান পেতে চাইছেন তদন্তকারীরা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন