সামনেই পঞ্চায়েত নির্বাচন। তবে এই নির্বাচন কবে হবে, এই নিয়েই এখন রাজনৈতিক মহলের জল্পনা তুঙ্গে। রাজ্য নির্বাচন কমিশনের যা গতিবিধি, তাতে ফেব্রুয়ারি মাসের শুরুতেই পঞ্চায়েত নির্বাচন হওয়ার সম্ভাবনা প্রবল বলেই মনে করছে রাজনৈতিক মহল।
রাজ্য নির্বাচন কমিশন সূত্রে পাওয়া খবর, ২০টি জেলায় ত্রিস্তরীয় পঞ্চায়েতের আসন পুর্নবিন্যাস ও সংরক্ষণের চূড়ান্ত তালিকা আগামী ২৫ নভেম্বর প্রকাশিত হবে।
ইতিমধ্যেই পঞ্চায়েত ভোটের জন্য ভোটার তালিকা তৈরির কাজ শেষ করে ফেলেছে নির্বাচন কমিশন৷ সব রাজনৈতিক দলগুলিকে নিয়ে বৈঠকও হয়ে গিয়েছে। সাংগঠনিক ভাবে পঞ্চায়েত নির্বাচনের জন্য মাঠে নামার প্রস্তুতিও নিয়ে ফেলেছে রাজনৈতিক দলগুলি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন