সামনেই পঞ্চায়েত নির্বাচন। আর এই নির্বাচনের আগেই পুরুলিয়ায় বড় ধাক্কা খেল শাসক দল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের হাতছাড়া হল পুরুলিয়ার ঝালদা পুরসভা। কলকাতা হাইকোর্টের নির্দেশে এ দিন ঝালদা পুরসভায় আস্থা ভোট হয়। সেই আস্থা ভোটেই শাসক দলের হাতছাড়া হল এই পুরসভা।
জানা গিয়েছে, ঝালদা পুরসভায় মোট ১২টি ওয়ার্ড রয়েছে। সেই ১২টি ওয়ার্ডের মধ্যে পাঁচটি ছিল তৃণমূলের দখলে।
গত ১৩ অক্টোবর ঝালদা পুরসভার চেয়ারম্যান সুরেশ আগরওয়ালের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন বিরোধী কাউন্সিলররা। সেই মামলা গড়ায় কলকাতা হাইকোর্টে। সেই মামলার শুনানির পর আস্থা ভোটের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন