ইতিমধ্যে প্রাথমিকে নিয়োগের আবেদন-প্রক্রিয়া চালু হয়ে গিয়েছে। 'টেটের নম্বর প্রকাশ নিয়ে কী ভাবছে পর্ষদ'? জানতে চাইল আদালত। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ইচ্ছা, 'আজ, মঙ্গলবারই মামলাকারীদের আইনজীবীদের সঙ্গে বৈঠক করুন পর্ষদ সভাপতি'।
দুর্গাপুজোর চতুর্থীর দিন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। শূন্যপদের সংখ্যা এগারো হাজারের কিছু বেশি। শুধু তাই নয়, ২১ অক্টোবর থেকে টেটে নিয়োগের জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়াও শুরু হয়েছে। চলবে ১৪ নভেম্বর পর্যন্ত। কারা আবেদন করতে পারবেন? পর্ষদের তরফে বিজ্ঞপ্তি জারি জানানো হয়েছে, ২০১৪ ও ২০১৭ সালে যাঁরা টেট পাস করেছেন এবং যাঁদের বয়স চল্লিশের নিচে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন