শুভেন্দুর গড়ে এবার সাংগঠনিক দায়িত্ব পেয়েছেন কুণাল ঘোষ। দল থেকে এই দায়িত্ব পালন করার জন্য মঙ্গলবার থেকে কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। এবার সেই কুণালবাবুকেই চোর তকমা দিলেন শুভেন্দু অধিকারী। 'ও একজন প্রতিষ্ঠিত চোর' বলে মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
মঙ্গলবার শুভেন্দু অধিকারী বলেন, "এরকম একজন নিকৃষ্ট মানের লোক, যার মুখ অবিলম্বে ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করা উচিত। একটা লোক সাড়ে তিন বছর চুরির দায়ে জেলে ছিল।
যদিও নিজের দায়িত্ব নিয়ে আত্মবিশ্বাসী ও তুষ্ট কুণাল ঘোষ। তা তাঁর কথাতেই স্পষ্ট। তিনি বলেন, "আমাদের দলে অবজারভার বলে কোনও পদ নেই। আমাকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন হলদিয়াকে কেন্দ্র করে এই দিকটায় একটু বেশি সময় দিতে।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন