রাষ্ট্রপতি সম্পর্কে দলের বিধায়কের অপমানজনক মন্তব্য নিয়ে এবার মুখ খুললেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি সাফ জানালেন, "রাষ্ট্রপতিকে আমরা সকলে সম্মান করি। তাঁকে অখিল যা বলেছে, অন্যায় করেছে। দল কখনও তা অনুমোদন করে না। আমরা অখিলকে সতর্ক করেছি। আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি ওর সঙ্গে।
ঘটনা সূত্রপাত শনিবার। ওইদিন নন্দীগ্রামের সভায় রাজ্যের কারা প্রতিমন্ত্রী অখিল গিরি বক্তব্য রাখতে গিয়ে বলেন, 'বলে দেখতে ভাল নয়। কী রূপসী? কী দেখতে ভাল? আমরা রূপের বিচার করি না। তোমার রাষ্ট্রপতির চেয়ারকে আমরা সম্মান করি। কিন্তু তোমার রাষ্ট্রপতি কেমন দেখতে বাবা?' এই মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে আলোড়ন, নানা জায়গায় তীব্র উত্তেজনা। তৃণমূল বিধায়কের বিরুদ্ধে একাধিক থানায় অভিযোগ দায়ের হয়েছে। এবার মুখ খুললেন স্বয়ং নেত্রী। বললেন, "অখিল গিরি যা বলেছেন, তা অন্যায়। দল অনুমোদন করে না। অখিলকে সতর্ক করা হয়েছে। অন্যায়কে অন্যায় তো বলতেই হবে। কিন্তু আরেকটা কথাও ভেবে দেখা দরকার। বীরবাহা হাঁসদা তো আদিবাসী সম্প্রদায়ের মেয়ে, সাংস্কৃতিক জগতের মেয়ে। ওকে জুতোর তলায় রাখার কথা বলা কি ঠিক? এটা কোন ধরনের সংস্কৃতি?"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন