এসএসসি তে ভুয়ো নিয়োগের আসল সংখ্যা কত? এদিন এক মামলায় তদন্তকারী সংস্থা সিবিআই এর কাছে সরাসরি জানতে চাইলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পুরো বিষয়টি নিয়ে সিবিআই এর কাছে তথ্য চেয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এই প্রসঙ্গে আদালতে সিবিআই জানিয়েছে, মোট ৮,১৬৩টি নিয়োগের ক্ষেত্রে কারচুপি হয়েছে। তখনই আদালত জানতে চায় মোট কতগুলি ভুয়ো নিয়োগ হয়েছে এসএসসিতে।
প্রসঙ্গত, হাইকোর্টের নির্দেশে একাধিক নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করছে সিবিআই। প্রাথমিক শিক্ষক, গ্রুপ সি, গ্রুপ ডি, নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ, একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ-সহ একাধিক মামলার তদন্ত করছে সিবিআই।
নিয়োগ দুর্নীতি নিয়ে দায়ের হওয়া মামলায় সিটের প্রধানকে তলব করেছে হাইকোর্ট। আগামীকাল হাইকোর্ট সিট এবং সিবিআইকে আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছে। পাশাপাশি কলকাতা হাইকোর্ট সিবিআই এর কাছে জানতে চেয়েছে যে এসএসসিতে ভুয়ো নিয়োগের মোট সংখ্যা কত।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন