ফের জেল হেফাজতে অনুব্রত মণ্ডল। শুক্রবার সকালে তাঁকে আদালতে পেশ করা হয়। আদালত সূত্রে এমন খবর পাওয়া গিয়েছে। কিন্তু তৃণমূল নেতার জামিনের আবেদনই জানাননি তাঁর আইনজীবী।
এদিকে, অনুব্রত মণ্ডলকে দিল্লিতে নিয়ে গিয়ে ইডি হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হবে কি না, সেই সংক্রান্ত একটি মামলার শুনানি আজ হওয়ার কথা দিল্লি হাইকোর্টে। সেখানেই ঠিক হবে, তাঁকে নিয়ে দিল্লি যাওয়া হবে কি না। এটা ঘটনা, সিবিআইয়ের পর গরু পাচার মামলায় ইডির হাতেও গ্রেফতার হয়েছেন অনুব্রত। অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেন ইডি হেফাজতে রয়েছে। অনুব্রত ও সায়গলকে মুখোমুখি বসিয়ে জেরা করার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের তদন্তকারী সংস্থা ইডির।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন