রাজ্য সরকার নিয়োগের কথা বললেই কেউ না কেউ আদালতে চলে যাচ্ছে, আর সেই কারণে আটকে যাচ্ছে গোটা নিয়োগ প্রক্রিয়া। গতকাল বিধানসভায় বিরোধীদের কটাক্ষ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্যে নিয়োগ দুর্নীতির ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই বিরোধীরা সুর চড়িয়েছে। স্কুল শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জেলে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। নিয়োগ দুর্নীতি নিয়ে বিরোধীদের কটাক্ষের মাঝেই আজ পালটা জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী। আজ তিনি বলেন, লোক নিতে চাইলেই কথায় কথায় আদালতে চলে যাচ্ছে কেউ না কেউ। আদালত স্থগিতাদেশ দিচ্ছে। তাতেই আটকে থাকছে নিয়োগ প্রক্রিয়া। এর পরে তিনি আরও বলেন, একগুচ্ছ মামলা লড়তে লড়তেই শেষ হচ্ছে টাকা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন