শুভেন্দু অধিকারী প্রায় রোজই নাম করে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে থাকেন। সেই মমতাই এদিন শুভেন্দুকে কাছে টেনে নিলেন। এমনকী প্রকাশ্যে শিশির-শুভেন্দুর সঙ্গে তাঁর একদা সুসম্পর্কের কথাও জানালেন দ্বিধাহীনভাবে। এদিন বিধানসভা অধিবেশনের প্রথমার্ধের পর নিজের ঘরে শুভেন্দুকে ডেকে পাঠান নেত্রী। তিন বিধায়ককে সঙ্গে নিয়ে দেখা করেন শুভেন্দু। এরপর দ্বিতীয়ার্ধে অধিবেশন কক্ষে বক্তব্য পেশ করেন মুখ্যমন্ত্রী।
শুভেন্দু বিরোধীর ভূমিকায় থাকলেও অধিকারী পরিবারের সঙ্গে মমতার দীর্ঘদিনের সম্পর্কের কথা সবারই জানা। শুভেন্দুর বাবা তথা শিশির অধিকারীকে বরাবরই 'দাদা' বলে ডাকতেন তৃণমূল সুপ্রিমো।
যে শুভেন্দু সবসময় সরকারকে নিশানা করে থাকেন, তাঁকেই এদিন 'ভাই' বলে সম্বোধন করলেন মমতা। যে ভোটে জিতে শুভেন্দু বিরোধী দলনেতা হয়েছে, সেই ভোটে তাঁর প্রতিপক্ষ ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই দ্বৈরথের পর গত ২ বছরে পরস্পরের প্রতি সৌজন্য প্রদর্শন করেছেন, এমন নজির খুব একটা নেই। এদিন বক্তব্য পেশ করার সময় মমতা বলেন, 'যাঁকে ভাইয়ের মতো স্নেহ করতাম, তিনি বললেন অফ দ্য পার্টি, ফর দ্য পার্টি, বাই দ্য পার্টি।' উল্লেখ্য, এদিন শুভেন্দু মন্তব্য করেন, সরকার এখন অফ দ্য পার্টি, ফর দ্য পার্টি, বাই দ্য পার্টি। সূত্রের খবর, এদিন শুভেন্দু ঘরে প্রবেশ করতেই নাকি মমতা বলে ওঠেন, 'অনেকদিন পর এত কাছে এলি।' পঞ্চায়েত নির্বাচনের আগে অধিকারী পরিবারের প্রতি মমতার এমন নরম সুর রাজনৈতিক মহলে জল্পনা ক্রমশ বাড়ছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন