আদালতে বিস্ফোরক শিক্ষাসচিব মণীশ জৈন। তিনি দাবি করলেন, অতিরিক্ত শূন্যপদ তৈরি করে নিয়োগের বিষয়টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর পরিকল্পনা। সওয়াল-জবাব শেষে রাজ্য ও তৃণমূলকে তীব্র কটাক্ষ করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
একনজরে দেখে নিন এজলাসের প্রশ্নোত্তর পর্ব
বিচারপতি: আপনি কি জানেন, কমিশনের আইন অনুযায়ী কোনও বেআইনি নিয়োগ করা যায় না?
শিক্ষাসচিব: হ্যাঁ
বিচারপতি: তাহলে অতিরিক্ত শূন্যপদ কেন?
শিক্ষাসচিব: উপযুক্ত জায়গা থেকে নির্দেশ এসেছিল। ব্রাত্য বসুর নির্দেশ ছিল। তিনি আইনি পরামর্শ নেওয়ার কথা বলেছিলেন। আইনজীবী এবং অ্যাডভোকেট জেনারেলের সঙ্গে আমার কথা হয়েছিল। আইন দপ্তরের সঙ্গেও কথা হয়েছে। স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের সঙ্গে কথা হয়। মুখ্যসচিবকে জানানো হয়। ক্যাবিনেটে নোট পাঠানো হয়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন