এদিন নবান্নে ইস্টার্ন জোনাল সিকিউরিটি কাউন্সিলের বৈঠকে সীমান্ত নিরাপত্তার বিষয়ের উপরেই বিশেষ গুরুত্ব দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা। এদিনের বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, বিহারের উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব-সহ বাকিরাও রয়েছেন।
সূত্রের খবর, এদিন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে, ১০০ দিনের কাজের টাকার দাবি রেখেছেন। পশ্চিমবঙ্গ-সহ পূর্ব ভারতের চার রাজ্য বিহার, ওড়িশা ও ঝাড়খণ্ড এই কাউন্সিলের সদস্য। মূলত প্রতিবেশী রাজ্যগুলির মধ্যে আভ্যন্তরীণ নিরাপত্তা ও পরিকাঠামোগত ক্ষেত্রে যৌথ উদ্যোগ আলোচনা ও সমাধানের পথ খুঁজতেই সদস্য রাজ্যগুলিতে ঘুরে ঘুরে এই কাউন্সিলের বৈঠক বসে প্রতি বছর। এবার পশ্চিমবঙ্গ এই বৈঠকের আয়োজক। রাজনাথ সিং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থাকার সময় নবান্ন সভাঘরে আগে এই বৈঠক বসেছিল। এদিনের বৈঠকে যোগ দেননি বিহার এবং ওড়িশার মুখ্যমন্ত্রীরা। তবে তাঁদের প্রতিনিধিরা এদিন উপস্থিত ছিলেন বৈঠকে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন