এদিন হটাত বাংলার আকাশে আলো রহস্য! বৃহস্পতিবার সন্ধ্যায় আকাশে এমন এক আলো দেখা গিয়েছে, যা ঘিরে তৈরি হয়েছে নানা জল্পনা। বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে বর্ধমান বা উত্তর ২৪ পরগনা, সর্বত্রই এই আলো চোখে পড়েছে।
যাঁরা ওই দৃশ্য চোখে দেখেছেন, তাঁরা জানিয়েছেন, আলোর তীব্রতা ছিল বেশি, দেখতে অনেকটা সার্চ লাইটের মতো। আলোর ফোকাস ছিল ওপরের দিকে। অন্ধকার আকাশ রীতিমতো আলোকিত হয়ে যায় কয়েক মিনিটের জন্য। সোশ্যাল মিডিয়ায় ওই সব ছবি চোখে পড়ার পর থেকেই নানা জল্পনার কথা বলছেন অনেকে। কেউ বলছেন, হতে পারে উল্কাপাত। আবার কেউ মনে করছেন কোনও বিমানে আগুন লেগে গিয়ে থাকতে পারে। একটিই সোর্স বা উৎস থেকে আলো বেরচ্ছিল বলে জানা গিয়েছে। তবে এখনও পর্যন্ত আলোর উৎস সম্পর্কে কোনও স্পষ্ট ধারনা পাওয়া যায়নি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন