তাঁর সঙ্গে যা ইচ্ছে হোক। তাঁর যা ইচ্ছে হয়ে যাক। কিন্তু তাঁর স্ত্রী ও ছেলের সঙ্গে যেন কিছু না ঘটে। ইডির চার্জশিট পেশের পর আদালত থেকে বেরিয়ে যাওয়ার সময় এমনই স্বগতোক্তি শোনা গেল মানিক ভট্টাচার্যের গলায়। তিনি বলতে থাকেন, 'আমাকে মেরে ফেল।
উল্লেখ্য, এদিন তাঁর বিরুদ্ধেও চার্জশিট দিয়েছে ইডি। পাশাপাশি, ইডির পেশ করা চার্জশিটে তাপস মন্ডল সহ আরও ২ সংস্থার নাম রয়েছে বলেও সূত্রের খবর। মোট ৬ জনের নামে চার্জশিট পেশ করা হয়েছে। মোট ১০৭ পাতার চার্জশিট। যে চার্জশিটে ৫০ জন সাক্ষীর বয়ানও উল্লেখ করা হয়েছে। ১০ অক্টোবর ম্যারাথন জেরার পর গ্রেফতার হন মানিক ভট্টাচার্য। তার ৫৮ দিনের মাথায় চার্জশিট পেশ করল ইডি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন