পঞ্চায়েত নির্বাচনের মুখে তৃণমূল পরিচালিত পুরসভা মেদিনীপুরেও পুরপ্রধান বদল হওয়ার সম্ভাবনা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খানের বিরুদ্ধে কিছু দিন আগেই রাজ্য নেতৃত্বের কাছে অভিযোগ জানিয়ে এসেছেন তৃণমূলের এগারো জন কাউন্সিলর। গত শনিবার মেদিনীপুর কলেজ মাঠে পুরসভার উদ্যোগে দুর্গাপুজোর শারদ সম্মান, কার্নিভাল এবং মহরমের শোভাযাত্রার পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়।
প্রসঙ্গত, মেদিনীপুর পুরসভার বর্তমান পুরবোর্ডে ২৫ জন কাউন্সিলরের মধ্যে ২০ জনই তৃণমূলের। দলের একাংশের দাবি, কাউন্সিলদের মধ্যে দু-টি শিবির রয়েছে। একটি শিবিরের নেতৃত্বে পুরপ্রধান সৌমেন খান। পুরপ্রধানের সঙ্গে ৯ জন কাউন্সিলর রয়েছেন। অন্য শিবিরের মাথায় রয়েছেন তৃণমূলের শহর সভাপতি বিশ্বনাথ পাণ্ডব। তাঁর সঙ্গে রয়েছেন ১১ জন কাউন্সিলর। সম্প্রতি এই ১১ জন কাউন্সিলর পুরসভার বর্তমান চেয়ারম্যানের কাজে খুশি নন বলে রাজ্য নেতৃত্বের কাছে জানিয়ে এসেছেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন