বহু বিতর্কের পরে আদালতের নির্দেশ মেনে নবম-দশমের ৯৫২ জনের নাম প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। নিজেদের সাইটে বিজ্ঞপ্তি দিয়ে ওই ৯৫২ জনের বিবরণ দিয়েছে এসএসসি। প্রসঙ্গত, এদিনই কমিশনের ভূমিকায় ফের ক্ষোভ প্রকাশ করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
কেন রোল নম্বর এবং জন্ম তারিখ না দিলে OMR দেখা যাচ্ছে না? কেন এই আড়াল? স্বচ্ছতা নেই কেন? প্রশ্ন তোলেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরপরই, SSC-র সেক্রেটারিকে বেলা ১২টার মধ্যে আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পরে SSC-র আইনজীবী আদালতে বলেন, 'প্রযুক্তিগত সমস্যা আছে। আপলোড করা এখনও শেষ হয়নি। আজকের মধ্যে তা শেষ হবে।' কমিশনের সেক্রেটারি অর্ণব চট্টোপাধ্যায়ও আদালতে জানান, কিছু টেকনিক্যাল সমস্যার কারণে এই সমস্যা হচ্ছে। নবম-দশমের ৯৫২ জনের নাম প্রকাশ করা হবে। বিচারপতি গঙ্গোপাধ্যায় এর পরই বলেন, 'যাতে সবাই OMR শিট দেখতে পান, সেই ব্যবস্থা করতে হবে'। সঙ্গে সংযোজন, 'দেওয়াল তোড় দো!'
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন