সামনেই পঞ্চায়েত নির্বাচন। আর এই নির্বাচন যতই এগিয়ে আসতেই ক্রমশ বাড়ছে বোমাবাজির ঘটনা। এবার উত্তপ্ত নন্দীগ্রাম। তৃণমূলের বুথ সভাপতির বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠল। অভিযোগ, বৃহস্পতিবার রাতে কেউ বা কারা বাইকে চেপে গিয়ে বোমা ফেলেছে ওই বাড়িতে। এই ঘটনাকে কেন্দ্র করে নন্দীগ্রামে শুরু হয়েছে চাপান-উতোর। বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলেছে তৃণমূল নেতৃত্ব। কিন্তু বিজেপির দাবি, আদতে নিজেদের গোষ্ঠীকোন্দল বিজেপির ঘাড়ে চাপানো হচ্ছে।
নন্দীগ্রাম এক নম্বর ব্লকের গোকুলনগরে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি স্বপন কুমার করের বাড়ি।
তৃণমূল নেতা স্বদেশ দাস এই ঘটনায় নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, বাইকে এসে বোমা ফেলেছে বিজেপির লোকজন। অন্যদিকে, বিজেপি জেলা সহ সভাপতি সাহেব দাসের দাবি, মুখ্যমন্ত্রী নন্দীগ্রামে হেরে গিয়েছিলেন। সেই হার স্বীকার করতে পারছেন না, তাই কুণাল ঘোষকে পাঠিয়ে এই ধরনের সন্ত্রাস ছড়ানো হচ্ছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন