দুবরাজপুরের শিবঠাকুর মণ্ডলকে নিয়ে নয়া বিতর্ক। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে খুনের অভিযোগ তোলা শিবঠাকুর মণ্ডলের বিরুদ্ধে নাকি নাকি একাধিক অভিযোগ তাঁরই আত্মীয় ও প্রতিবেশীদের। এ বিষয়ে পুলিশে অভিযোগ জানিয়েও কোনও কাজ হয়নি বলেই অভিযোগ।
এলাকা সূত্রে জানা গিয়েছে, শিবঠাকুর মণ্ডলের বিরুদ্ধেই বেআইনিভাবে চাকরিতে নিয়োগের জন্য টাকা নেওয়া ও মারধরের অভিযোগ রয়েছে। শিবঠাকুর মণ্ডলের কাকা দীপক মণ্ডল জানান, বুধবার দুবরাজপুরের সারি বাগানের কাছে শিবঠাকুর তাঁকে হুমকি দেয়। পুরনো কথা গোপনে রাখার নির্দেশ দেয়। মুখ খুললে প্রাণে মেরে ফেলার হুমকিও দেন। তা সত্ত্বেও শিবঠাকুরের বিরুদ্ধে মুখ খোলেন তিনি। তিনি বলেন, সিপিএম করা শিবঠাকুর তৃণমূলে ঢুকে বালিজুড়ি পঞ্চায়েতের প্রধান হন। ক্ষমতাবলে জুনিয়র কনেস্টেবল পদে নিয়োগের জন্য তাঁর কাছ থেকে কয়েক লক্ষ টাকা নেন। দীপকের মতো আরও কয়েকজন গ্রামবাসীর কাছ থেকে টাকা নেন। চাকরি না হওয়ায় সেই টাকা চাইতে গেলে শিবঠাকুর তাদের উপর চড়াও হয় বলে অভিযোগ। ২০১৩ সালের ৩ অক্টোবর সেই মর্মে দুবরাজপুর থানায় অভিযোগ দায়ের হয়। অভিযোগের পরিপ্রেক্ষিতে দীপক মণ্ডলের সম্বন্ধী দীনবন্ধু মণ্ডলকেও মারধর করা হয়। তিনি জানান, "আমরা থানায় অভিযোগ করলে দুবরাজপুর থানার পুলিশ সারাদিন বসিয়ে রেখে অভিযোগ প্রত্যাহার করে সমঝোতা করার পরামর্শ দেন।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন