শিক্ষক পদে ইন্টারভিউ এবং নিয়োগ নিয়ে এবার রাজ্য সরকরাকে তীব্র ভষায় আক্রমণ করলেন বঙ্গ বিজেপির দুই নেতা। বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ এবং রাজ্যের প্রধান বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী।
আর শাসক দল তথা সরকারকে বিঁধে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারীর বক্তব্য, 'মোটা টাকার বিনিময়ে মেধাকে বিক্রি করা হয়েছে। ৫৮ হাজার শিক্ষক পদে ৪০ হাজার চাকরি কোটি কোটি টাকার বিনিময়ে বিক্রি করা হয়েছে। বাকিটা পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্যরা টাকার বিনিময়ে নিয়োগ দিয়েছেন। যে টাকার সিংহভাগই পৌঁছেছে তৃণমূলের হেডকোয়ার্টারে। এই সরকারকে না তাড়ালে মেধাযুক্ত ও ঘুষমুক্ত কর্মসংস্থানের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। সেই সমস্যা সমাধানের একটাই পথ ডবল ইঞ্জিন সরকার। ডবল ইঞ্জিন সরকার ছাড়া স্বচ্ছ কর্মসংস্থান এ রাজ্যে হতে পারে না'।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন