পাহাড়ের রাজনীতিতে ফের নয়া মোড়। এবার তৃণমূলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করলেন পাহাড়ের প্রভাবশালী নেতা বিনয় তামাং। পাহাড়জুড়ে জল্পনা ফের নিজের পুরনো দল গোর্খা জনমুক্তি মোর্চায় ফিরে যেতে পারেন তিনি। আসলে পাহাড়ের রাজনীতিতে অনীত থাপার প্রভাব বাড়ার সঙ্গে সঙ্গেই কোণঠাসা হচ্ছিলেন বিনয়। এই মুহূর্তে জিটিএ-র দখল রয়েছে অনীতের দল বিজিপিএমের হাতে। বুধবার আস্থা ভোটের মাধ্যমে দার্জিলিং পুরসভাও অজয় এডওয়ার্ডের হামরো পার্টির হাত থেকে ছিনিয়ে নিয়েছে অনীতের দল।
বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিনয় তামাং জানিয়েছেন,"আমি তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলাম। তৃণমূল চাইলে আমার বিরুদ্ধে রাজনৈতিক পদক্ষেপ করতে পারে। এই মুহূর্তে দার্জিলিংয়ে গণতন্ত্র ভয়ংকর বিপদে। পাহাড় এবং দার্জিলিংয়ের সমতলের বেশ কিছু নেতা সীমান্তপারের বিভেদকামী শক্তির দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। যা ভারতের জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং দেশের অখণ্ডতার জন্য বিপজ্জনক।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন