বঙ্গে নিয়োগ নিয়ে বহু বার স্বচ্ছতার প্রশ্ন উঠেছে। প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত যুব তৃণমূলনেতা কুন্তল ঘোষের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে হালের ২০২২ -এর ডিসেম্বরে হওয়া টেট-এর ওএমআর শিট। এর সঙ্গে পাওয়া গিয়েছে চাকরিপ্রার্থীদের অ্যাডমিট কার্ডের ফোটোকপিও।
সোমবার শুনানি চলাকালীন বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, "কুন্তল ঘোষের বাড়িতে টেটের OMR শিট, অ্যাডমিট কার্ড পাওয়া গিয়েছে! কিছু দুষ্কৃতী রাজ্যটাকে ধ্বংস করে দেবে? কী হচ্ছে এটা?"এর পরেই সরাসরি পর্ষদকে বিচারপতির প্রশ্ন, "কারা বসে রয়েছে পর্ষদে? কী করে হয় দুর্নীতি? কাউকে রেয়াত করা হবে না। অতিরিক্ত শূন্যপদ তৈরি করে দুর্নীতি ঢাকার চেষ্টা কখনওই বরদাস্ত করা হবে না।"
যদিও, প্রাথমিক শিক্ষা পর্ষদ এদিন আদালতে দাবি করে, "আমাদের তরফে কোনও খামতি নেই। আমাদের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন