টেটের ফলপ্রকাশ হতেই প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় তৎপরতা শুরু। আজ, বৃহস্পতিবার ষষ্ঠ পর্যায়ের প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ নিতে চলেছে পর্ষদ। এই পর্বে মূলত, পূর্ব বর্ধমান জেলার আবেদনকারী চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে বলে জানা গিয়েছে। সেক্ষেত্রে আরও ১১ টি জেলার ইন্টারভিউ নেওয়া বাকি থেকে যাবে।
সে ক্ষেত্রে, মার্চ মাসের মধ্যেই গোটা ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে। আর এর সাথে সাথেই জল্পনা শুরু হয়েছে, তাহলে কি পঞ্চায়েত নির্বাচনের আগেই প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সেরে ফেলতে চাইছে রাজ্যে?যদিও গোটা বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে রাজি নন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। সম্প্রতি প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, ২৩, ২৪, ২৭, ২৮-এ ফেব্রুয়ারি ও ১ মার্চ নেওয়া দফায় দফায় ইন্টারভিউ প্রক্রিয়া চলবে। কলকাতাতেই নেওয়া হবে এই ইন্টারভিউ। আবেদনকারী চাকরিপ্রার্থীরা প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইট থেকে নিজেদের কল লেটার ডাউনলোড করে নিতে পারবেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন