সামনেই মাধ্যমিক পরীক্ষা। তার আগে পড়ুয়াদের জন্য বড় বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বাঁকুড়ার ২ নম্বর ব্লকের বলরামপুর ফুটবল মাঠে সরকারি পরিষেবা অনুষ্ঠান করেন তিনি। সেই মঞ্চ থেকেই বললেন, 'বাঁকুড়ার ছাত্রছাত্রীরা বিখ্যাত। বাঁকুড়ার শিক্ষক - শিক্ষকরাও শিক্ষিত,উচ্চমানের শিক্ষা দেন। প্রতি বছর রেকর্ড খুললেই দেখতে পারি বাঁকুড়া প্রথম অথবা দ্বিতীয়, তৃতীয়। সব চিকিৎসক, আইনজীবী বাঁকুড়াতে জন্মেছেন।
দীর্ঘদিন ধরে উদ্বোধন করা প্রকল্প কেন বাস্তবায়িত হচ্ছে না তা নিয়েও জেলা প্রশাসনকে এর আগেরবার প্রশাসনিক বৈঠক থেকে কড়া বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত ভোটের আগে এবারও বাঁকুড়া জেলা থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বার্তা রাখলেন মুখ্যমন্ত্রী। এই অনুষ্ঠান মঞ্চ থেকে প্রায় ১৫০ কোটি টাকার ৩৭টি প্রকল্পের উদ্বোধন ও প্রায় ১৯০ কোটি টাকার ৩৫টি প্রকল্পের শিলান্যাস করেন তিনি। কর্মসংস্থানেরও বার্তা দেন। পাশাপাশি ১০০ দিনের কাজ থেকে আবাস যোজনা নিয়ে কেন্দ্রকে কটাক্ষও করেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন