চলতে থাকা বিতর্কের অবসান ঘটতে চলেছে। রাজভবনের তরফ থেকে বিবৃতি দিয়ে বলা হল, রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে কাজ চালিয়ে যাবেন রাজ্যপালই। অর্থাৎ জগদীপ ধনখড় রাজ্যপাল থাকাকালীন যে সিদ্ধান্ত হয়েছিল যে মুখ্যমন্ত্রী হবেন উপাচার্য, সেটি আর থাকছে না।
শনিবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের রাজভবনে যাওয়া নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। রাজভবনের তরফ থেকে একটি বিবৃতি দিয়ে এর পর বলা হয়, সুকান্ত মজুমদার আগেই অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন রাজ্যপালের। ওঁর প্রধান আলোচনার বিষয়বস্তুতিতে ছিল রাজ্যে দুর্নীতি বাড়ছে এবং আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং ১০০ দিনের কাজে দুর্নীতি হয়েছে রাজ্য জুড়ে। তার জন্যই কেন্দ্র টাকা আটকে রেখেছে। পঞ্চায়েত নির্বাচনে যাতে রাজ্যপাল সুষ্ঠু নির্বাচনের দাবি করেন, তার দাবি রেখেছেন সুকান্ত মজুমদার।'
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন