শাসক-বিরোধী সকলেরই টার্গেট এবারের পঞ্চায়েত নির্বাচন। তা নিয়ে চলছে জোর প্রস্তুতি। অথচ তারই মাঝে রাজ্যে নিয়োগ দুর্নীতি নিয়ে উত্তাল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জালে একের পর এক তৃণমূল নেতা-মন্ত্রী। এই ইস্যুতে বেশ খানিকটা ব্যাকফুটে রাজ্যের শাসকদল। স্বাভাবিকভাবেই তা অক্সিজেন জোগাচ্ছে বিরোধীদের। শিবরাত্রির দিন ভূতনাথ মন্দিরে পুজো দিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। পালটা জবাব দিল তৃণমূল। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, "রাজ্য সরকারের সব থেকে বড় অপরাধ তারা সরস্বতীর পুণ্যভূমিতে শিক্ষাকে কেন্দ্র করে সবরকম দুর্নীতি করেছে। শিক্ষক নিয়োগে দুর্নীতি, পড়ুয়াদের জন্য আসা মিড ডে মিলের টাকায় দুর্নীতি। বাংলার মানুষ ক্ষমা করবে না। তদন্ত চলছে। সব সামনে আসতে চলেছে।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন