আদালত আগেই বিস্ময় প্রকাশ করেছিল, এক সঙ্গে এত জন গ্রেফতার! এবার বিস্ময় প্রকাশ করলেন খোদ বিধানসভার স্পিকার। তবে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ)-এর একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকীর এতদিন জেলে থাকা নিয়ে। বুধবার বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, এতদিন জেলে নওশাদকে রাখার মানে হয় না। যদিও তাঁর এই মন্তব্য ব্যক্তিগত এবং একজন আইনজীবী হিসাবে বলে জানিয়েছেন তিনি। তা নিয়ে বিধানসভার স্পিকারকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।
এ দিন বিধানসভায় সাংবাদিক বৈঠকে বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, "আমি ব্যাক্তিগত ভাবে মনে করি, এতদিন জেলে নওশাদকে রাখার কোনও মানে হয় না। বিচারপতি জয়মাল্য বাগচী কী করছেন?
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন