নিয়োগ বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না রাজ্যের। নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ মামলায় মাধ্যমিক পরীক্ষার মাঝে বেআইনি চাকরি বাতিল নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন বিচারপতি বিশ্বজিৎ বসুর। "রাজ্যজুড়ে মাধ্যমিক পরীক্ষা চলছে। এখন ভুয়ো শিক্ষকদের চাকরি বাতিল হলে পুরো পরীক্ষায় তার প্রভাব পড়বে। পরীক্ষার্থীরা সমস্যায় পড়তে পারেন।
"২০১৬ সালের নিয়োগপ্রক্রিয়ায় নবম-দশম শ্রেণিতে প্রায় ১১ হাজার শিক্ষক নিয়োগ হয়। তার মধ্যে ১০ শতাংশ বা প্রায় হাজারের বেশি শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে।" পর্যবেক্ষণ বিচারপতি বসুর। নবম-দশম শ্রেণিতে বিকৃত OMR শিটে চাকরি মামলার রায়দান স্থগিত ডিভিশন বেঞ্চে। সেই রায়ের দিকে তাকিয়ে কমিশন।
নবম-দশম শিক্ষক পদে ৮০৫ জনের চাকরি বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে। ডিভিশন বেঞ্চ দীর্ঘসময় ধরে রায় ঝুলে কমিশন নিজে থেকেই পদক্ষেপের কথা ভাববে। যেহেতু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বা বিচারপতি বিশ্বজিৎ বসু একক বেঞ্চের নির্দেশে ডিভিশন বেঞ্চ কোনও স্থগিতাদেশ দেয়নি এখনও। আদালতে এদিন এমনই সওয়াল করেন এসএসসি-র আইনজীবী।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন