বিধানসভায় বাজেট অধিবেশনের প্রথম দিনেই বেনজির ঘটনার সাক্ষী রাজ্য। রাজ্যপালের ভাষণের শুরুতেই হই হট্টগোল শুরু করে দিলেন বিজেপি বিধায়কেরা। তাঁর বক্তৃতার মাঝেই জয় শ্রীরাম স্লোগান তোলে বিজেপি। রাজ্যপালের বক্তৃতার মাঝেই ওয়াকআউট।
আজ থেকেই শুরু রাজ্য বাজেট অধিবেশন। অধিবেশনের শুরুতেই রাজ্যপাল হিসাবে প্রথম ভাষণ দেওয়ার কথা ছিল সিভি আনন্দ বোস-এর। সেই মতো নির্দিষ্ট সময় অনুযায়ী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ভাষণ পাঠ করতে শুরু করেন তিনি। এদিন তাঁর ভাষণ সরাসরি সম্প্রচারও করা হয়েছিল সংবাদমাধ্যমে। যা এর আগের রাজ্যপাল জগদীপ ধনখড়ের ক্ষেত্রে হয়নি। তা অবশ্য খানিক বিতর্কও তৈরি হয় অধিবেশন শুরুর আগে থেকেই। তবে রাজ্যপাল বক্তৃতা পাঠ করা শুরুর পর পরই বিধানসভায় হট্টগোল শুরু করে দেন বিজেপি বিধায়কেরা। যার জেরে কার্যত রাজ্যপালের বক্তৃতার কোনও শব্দই স্পষ্ট ভাবে শোনা যায়নি এদিন। শুধু তাই নয়, রাজ্যপালের বক্তৃতার মঝেই বিধানসভা কক্ষ থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ওয়াক আউট করেন বিজেপি বিধায়কেরা। অভিযোগ, এই সময় রাজ্যপালের দিকে আঙুল উঁচিয়ে শুভেন্দু অধিকারীকে 'শেম শেম' বলতেও শোনা যায়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন