প্রাথমিক দুর্নীতির তদন্তের সিট বা বিশেষ তদন্তকারী দলের সদস্য ধরমবীর সিং স্বেচ্ছাবসরের আবেদন জানিয়েছেন বলে আদালত সূত্রে জানা গিয়েছে। তদন্ত থেকে অব্যাহতি চেয়েছেন তিনি। শুক্রবার এ বিষয়ে কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করেন সিবিআইয়ের আইনজীবী। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের আইনজীবী এদিন জানান, হাই কোর্টের নির্দেশে প্রাথমিক দুর্নীতি তদন্তের সিট গঠন করা হয়েছে। তাই আদালতের অনুমতি ছাড়া ধরমবীর সিংয়ের আবেদনে সাড়া দেওয়া সম্ভব হচ্ছে না। বিচারপতি গঙ্গোপাধ্যায় দ্রুত গোটা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন