গুরুত্বপূর্ণ উদ্যোগ নিল রাজ্য সরকার। খুদেদের ইংরেজিতে চোস্ত করতে প্রসিদ্ধ শিক্ষা সংস্থার সঙ্গে গাঁটছড়া বাধল পুরসভা। ছেলেমেয়েদের জন্য হবে 'স্পোকেন ইংলিশ' ক্লাস। কলকাতা শহরজুড়ে পুরসভার ২২৪টি স্কুল। সেখানকার ছাত্রছাত্রীদের ইংরেজিতে পরিপাটি করতেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে। মেয়র ফিরহাদ হাকিম সম্প্রতি জানিয়েছিলেন, মডেল স্কুল তৈরিতে জোর দিয়েছে কলকাতা পুরসভা। তারই প্রথম ধাপ হিসাবে 'স্পোকেন ইংলিশ' শেখানো হবে পুর স্কুলের ছাত্রছাত্রীদের। কেন এমন উদ্যোগ? শহরজুড়ে অসংখ্য ইংরেজি মিডিয়াম স্কুল। মোটা টাকার মাইনের সেসব বিত্তশালী স্কুলে ছেলেমেয়েকে পড়াতে পারেন না দীন-দরিদ্ররা। এদিকে প্রতিযোগিতার বাজারে ইংরেজি না জানলে মুশকিল।
শিক্ষাবিদরা বলছেন, ইংরেজি এখন আন্তর্জাতিক যোগাযোগের মাধ্যম। উচ্চশিক্ষা থেকে শুরু করে চাকরির পরীক্ষায় সারা দেশের ছাত্রছাত্রীদের সঙ্গে প্রতিযোগিতায় নামতে হলে ইংরেজি জানা বাধ্যতামূলক। সেদিকে নজর রেখেই 'টিচ ফর ইন্ডিয়া'-এর সঙ্গে চুক্তি করেছে পুরসভার শিক্ষা বিভাগ। সারা দেশের ৩০ কোটি স্কুলছুট পড়ুয়াকে নিয়ে কাজ করছে এই সংস্থা। পুর স্কুলের ছাত্রছাত্রীদের আধুনিক করতে তাদের সঙ্গে হাত মেলালে কলকাতা পুরসভা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন