এবার এসএসসি দুর্নীতিতে নাম জড়াল খোদ মুখ্যমন্ত্রীর পরিবারের। শুক্রবার হাইকোর্টের নির্দেশে চাকরি গেল মুখ্যমন্ত্রীর ভাইঝি বৃষ্টি মুখোপাধ্যায়ের। এনিয়ে রাজ্য জুড়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। প্রভাব খাটিয়ে ওই চাকরি পাইয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ বিরোধীদের।
নবম-দশম এবং গ্রুপ ডি-র পর এবার হাইকোর্টের নজরে গ্রুপ সি।
জানা গিয়েছে, গ্রুপ সি পদে মোট ৩৪৭৭ জনের ওএমআর শিট নতুন করে পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে ৩১১৫ জনের ওএমআর শিটে গরমিল রয়েছে। আদালতের নির্দেশেই ৩১১৫ জনের নাম বৃহস্পতিবার নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। ওই তালিকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইজি বৃষ্টি মুখোপাধ্যায়ের নাম রয়েছে ৬০৮ নম্বরে। এরপর শুক্রবার গ্রুপ সি পদে কর্মরত ৭৮৫ জনের চাকরি বাতিল করেছে হাইকোর্ট। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামার বাড়ি বীরভূমের রামপুরহাট ১ নম্বর বল্কের কুসুম্বা গ্রামে। ওই গ্রামে মুখ্যমন্ত্রীর স্মৃতি বিজড়িত ঘর এখনও রয়েছে। ছোটবেলা মুখ্যমন্ত্রী কুসুম্বা গ্রামেই কাটিয়েছেন। মামা অনিল মুখোপাধ্যায়ের ছেলে নীহার মুখোপাধ্যায়ের মেয়ে বৃষ্টি। নীহারবাবু বর্তমানে বীরভূম জেলা পরিষদের অধ্যক্ষ। ফলে বিরোধীদের অভিযোগ প্রভাব খাটিয়ে বৃষ্টির চাকরি পাইয়ে দেওয়া হয়েছে। শুক্রবার হাইকোর্টের নির্দেশে তাঁর চাকরি বাতিল করা হয়েছে। যদিও নীহার মুখোপাধ্যায় বলেন, ‘মেয়ে কীভাবে চাকরি পেয়েছিল বলতে পারব না। তবে শারীরিক অসুস্থতার কারণে চাকরিতে যোগ দিয়েই ইস্তফা দিয়েছিল সে।‘
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন