সামনেই পঞ্চায়েত নির্বাচন। আর এই নির্বাচনের আগেই প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য ইন্টারভিউ প্রক্রিয়া কার্যত শেষ করতে চাইছে পর্ষদ বলেই সূত্রের খবর। তার জন্য সম্প্রতি এক মাস ধরে ইন্টারভিউ নেওয়ার প্রক্রিয়াতে আরও গতি এনেছে পর্ষদ। বিশেষত টেটের ফল প্রকাশের পর ইন্টারভিউ নেওয়ার প্রক্রিয়ায় সময় নষ্ট করতে চায় না পর্ষদের আধিকারিকরা। তার জন্য ইতিমধ্যেই অষ্টম পর্যায় ইন্টারভিউ নেওয়ার জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদ বিজ্ঞপ্তি জারি করল।
২০ মার্চ, ২১, ২২, এবং ২৪ মার্চ এই পাঁচ দিন ধরে চলবে অষ্টম পর্যায়ে ইন্টারভিউ প্রক্রিয়া। ইতিমধ্যেই উত্তরবঙ্গের একাধিক জেলা কলকাতা-সহ কয়েকটি জেলায় ইন্টারভিউ প্রক্রিয়া নেওয়া শেষ করে দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। পর্ষদের আধিকারিকদের দাবি আরও তিন থেকে চারটি দফায় ইন্টারভিউ নিলে ইন্টারভিউ প্রক্রিয়া কার্যত শেষের কাছাকাছি পৌঁছে যাবে। সেক্ষেত্রে মার্চ মাসের মধ্যে আরও এক দফা ইন্টারভিউ প্রক্রিয়া নিয়ে নেওয়া সম্ভব হবে বলেই পর্ষদের আধিকারিকদের দাবি। যদিও পর্ষদ ইতিমধ্যেই জানিয়েছে ইন্টারভিউ প্রক্রিয়া, তারা শেষ করে দিলেও এখনই প্যানেল বা মেধাতালিকা প্রকাশ করবে না।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন