ডায়মন্ড হারবারের তৃণমূল নেতা অমিত সাহার পর এবার চাকরি বাতিল হল মন্দিরবাজারের তৃণমূল বিধায়ক তথা দলের সুন্দরবন সাংগঠনিক জেলার সভাপতি জয়দেব হালদারের ছেলে সুদীপ হালদারের।
জানা গিয়েছে, মন্দিরবাজারে তৃণমূল কার্যালয়েও সকাল থেকে আসেননি বিধায়ক জয়দেব হালদার। এ দিকে, দলের জেলা সভাপতি তথা বিধায়কের ছেলের চাকরি চলে যাওয়ার বিষয়টি প্রকাশ্যে আসতেই মুখে কুলুপ দলের লোকজনেরও। অপরদিকে, সুন্দরবন সাংগঠনিক জেলার তৃণমূলের কর্মকর্তারাও একপ্রকার গা ঢাকা দিয়েছেন।
প্রসঙ্গত, শালবনীর বিধায়ক তথা ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী শ্রীকান্ত মাহাতোর ভাই খোকন মাহাতোরও চাকরি গিয়েছে হাইকোর্টের নির্দেশে।বিরোধীদের অভিযোগ, পড়াশোনায় মোটেই ভাল ছিলেন না তিনি। টেনেটুনে উচ্চ-মাধ্যমিক পাশটুকু করেছেন। মন্ত্রীর হাত ছিল ভাইয়ের মাথায়। সেই কারণেই চাকরি হয়েছে তাঁর।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন