মাঝরাতে বাড়িতে পুলিশের হানা, তল্লাশি, গ্রেফতারের ঘটনায় কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী মামলা দায়ের করেন কলকাতা হাই কোর্টে। পুলিশের অতিসক্রিয়তা নিয়ে অভিযোগ তুলে বিচারপতি রাজাশেখর মান্থার দৃষ্টি আকর্ষণ করেন কৌস্তব।
এদিন বিচারপতি বলেন, এ বিষয়ে বটতলা পুলিশের প্রাথমিক অনুসন্ধান করা উচিত ছিল। এমন কিছু তথ্য প্রমাণ নেই, যার থেকে গ্রেফতারির গুরুত্ব বোঝা যায়। কোনও নোটিশ না পাঠিয়েই এভাবে গ্রেফতার করায় নাগরিকের অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে। আদালত জানতে আগ্রহী কীসের ভিত্তিতে মাঝরাতে পুলিশ তাঁর বাড়ি গিয়েছিল। আর সারারাত থেকে পরের দিনই বা কেন গ্রেফতার করা হল। গোটা বিষয়টি সুপ্রিম কোর্টের নির্দেশের বিরোধী। থানার এই ভূমিকা নিয়ে অনুসন্ধান দরকার বলেও জানান বিচারপতি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন