বিজেপির নন্দীগ্রাম দিবস। এই মঞ্চ থেকেই নিয়োগ দুর্নীতিকে অস্ত্র করে শুভেন্দু অধিকারীর সুর চড়ালেন। যদিও পালটা জবাব দিতে দেরি করেনি তৃণমূল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারি, 'শহিদ বেদীকে সামনে রেখে বলে গেলাম। সিপিএমকে সাফ করেছি। পিসি-ভাইপোকে জেলে ভরব। পরের বছর নন্দীগ্রাম দিবসের সময় তিনি ভিতরে থাকবে'।
শুভেন্দু অধিকারীর বিস্ফোরক অভিযোগ, নিয়োগ দুর্নীতি কান্ডে গ্রেফতার শান্তনু বন্দ্যোপাধ্যায়ের মোবাইলে সব আছে। দশ বছর আগের চ্যাট বের করবে। পাতালে টাকা রাখলেও বের করে নেবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শান্তনুর সঙ্গে তাঁর ফেসটাইমেরও তথ্য পাওয়া যাবে'। যা শুনে শহিদ স্মরণ অনুষ্ঠানে নন্দীগ্রামে অংশ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলের চন্দ্রিমা ভট্টাচার্যের পাল্টা, 'অহংকার মানুষের পতনের কারণ। উনি নিজে কোথায় থাকবেন, সেটা আগে ঠিক করুন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন