সময়টা ভাল যাচ্ছে না অনুব্রত মণ্ডলের। বৃহস্পতিবার তাঁর জেল বদলের আর্জিও খারিজ করে দিল দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত। গরু পাচার মামলায় বীরভূমের বাড়ি থেকেই তৃণমূলের এই দোর্দণ্ডপ্রতাপ নেতাকে গ্রেফতার করেছিল সিবিআই। তারপর গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়েছে। দীর্ঘ আইনি লড়াইয়ের পরেও গত ৬ মে অনুব্রতকে গ্রেফতার করেছে ইডি।
হিসেবমতো, আগামী ২ দিনের মধ্যেই ইডির গ্রেফতারির ৬০ দিন সম্পূর্ণ হচ্ছে অনুব্রতর। তার মধ্যেও একাধিক শুনানি, ঘটনাবলি ঘিরে ক্রমশই অনুব্রতর জীবনে ঘনিয়ে এসেছে হতাশা। বারবার সেই কথা শরীরেও ফুটে উঠেছে৷ এদিন আদালত কক্ষ থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুব্রত বলেন, "মেয়ের সঙ্গে এখনও কথা হয়নি অনুব্রতর। শনিবার কথা হবে।"
সূত্রের খবর, শরীর স্বাস্থ্যও নাকি ভাল নেই কেষ্টর। তিহাড়ের চিকিৎসকেরা জানিয়েছেন, অনুব্রতের হার্টের ৭৫ শতাংশ ব্লকেজ রয়েছে। সমস্যা রয়েছে লিভারেও। আদালতে নাকি ইডি অফিসারদের হাত ধরে কাতর আর্জি জানিয়েছেন অনুব্রত। কেষ্টকে বলতে শোনা গিয়েছে, "বিবেক বলে তো কিছু আছে। মেয়েটাকেও গ্রেফতার করলেন! বিবেক বলে কিছু নেই?"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন