একাধিক দফতরে শূন্যপদ থাকা সত্ত্বেও কেন নিয়োগ হচ্ছে না? মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে এ নিয়ে প্রশ্ন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, তাঁর ছাড়পত্র সত্ত্বেও কেন বেশ কিছু দফতরে এখনও নিয়োগ শুরু হয়নি, এ নিয়ে উষ্মা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, অনেক দফতরেই শূন্যপদ রয়েছে। সেই নিয়োগে তিনি ছাড়পত্র দিয়ে দিলেও সেগুলিতে নিয়োগ হচ্ছে না। সরকারি আধিকারিকেরা কেন গড়িমসি করছেন, তা নিয়ে মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেছেন। নিয়োগ দুর্নীতির মামলা নিয়ে শোরগোল রাজ্য রাজনীতিতে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন